কিউ সি (ফিনিশিং)-এর দায়িত্ব ও কর্তব্যঃ
- সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হবে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
- এপ্রোভড স্যাম্পল-এর সাথে সব ধরণের ট্রিমস/এক্সেসোরিজ ভালভাবে মিলিয়ে চেক করা।
- পি.কিউ.সি থেকে গেট-আপ পর্যন্ত প্রসেস অনুযায়ী সবগুলো পয়েন্ট সুপারভাইজার এবং অপারেটরদের ভাল ভাবে বুঝিয়ে দেওয়া।
- এক টেবিলের উপর একাধিক স্টাইল/কালার/সাইজ এর গার্মেন্টস যেন না থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখা।
- ডিফেক্টেড ও ওকে গার্মেন্টস একত্রে না রাখা, ডিফেক্ট গার্মেন্টস বেঞ্চের উপর এবং ওকে গার্মেন্টস টেবিল-এর উপর রাখা।
- প্রত্যেকটি অপারেটরের চেক করা গার্মেন্টস রেনডমলি চেক করে রিপোর্ট করা।
- প্রতি ঘন্টায় আওয়ারলি AQL অডিট করে রিপোর্ট করা এবং পাস করলে পরবর্তি সেকশন-এ ডেলিভারি দিতে দেওয়া।
- আয়রন করা গার্মেন্টস গেট-আপ চেক করার সময় রেনডম ম্যাজারমেন্ট চেক করে রিপোর্ট করা।
- স্পেশাল/AQL টেবিল-এ আওয়ারলি AQL অডিট করে পাস হওয়ার পর প্যাকিং সেকশন-এ ডেলিভারি দেওয়া।
0 Comments