কিউ.সি ইনচার্জ এর দায়িত্ব ও কর্তব্যঃ
- কিউ.সি ইনচার্জ এর দায়িত্ব হল- সাইজ সেট থেকে শুরু করে পি.পি মিটিং এবং প্রোডাকশন যেন সঠিক সময়ে সঠিক ভাবে হয়, সে জন্য অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
- সকল স্টাইল এর দায়িত্ব পাইলট টেস্ট রান যেন বিফল না হয়ে সঠিক ভাবে সম্পন্ন হয়, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
- অবশ্যই সেকশন অনুযায়ী বাল্ক প্রোডাকশন শুরু হওয়ার আগে অনুমোদন প্রদান করা।
- তার দলের সদস্যদের (এফ.কিউ.সি এবং ইন্সপেক্টর) অবশ্যই নির্দিষ্ট লাইন বা মেশিনের গার্মেন্টসের গুনগত মান সঠিক রাখার জন্য করার জন্য প্রেরণ করা এবং পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা।
- অবশ্যই তার দলের সদস্যদের নির্দিষ্ট স্টাইলের বা নির্দিষ্ট সেকশনে কিভাবে গার্মেন্টসের সঠিক কোয়ালিটি অর্জন করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া।
- উৎপাদন প্রক্রিয়া চলমান অবস্থায় কিউ.এ ইনচার্জ অবশ্যই নিম্নে বর্ণিত বিষয়গুলো বজায় রাখা।
- সর্বমোট উৎপাদনের পরিমান।
- সঠিক কোয়ালিটি নিয়ে উৎপাদিত গার্মেন্টস।
- Rectify & Repair করার পর OK হওয়া গার্মেন্টস।
- Damage হওয়া Goods এর পরিমান, কারন ও সেকশন অনুযায়ী হিসাব রাখা।
- প্রতিদিনের সকল প্রকার কোয়ালিটি রিপোর্ট সংগ্রহ করা এবং সংগৃহিত রিপোর্ট সমূহ বিশ্লেষণ পূর্বক উন্নতির জন্য অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া।
- এই সিদ্ধান্ত অবশ্যই প্রোডাকশন এবং কোয়ালিটির জন্য সঠিক এবং প্রতিরক্ষামূলক হওয়া আবশ্যক।
- প্রোডাকশন ম্যানেজারকে সাথে নিয়ে অবশ্যই প্রোডাকশন অপারেটর, সুপারভাইজার, ইনচার্জ এবং কোয়ালিটি টিমের সদস্যসহ অন্যান্যদের পন্যের গুনগত মানের সমস্যা ও সেটা থেকে উত্তরনের উপায়/পদক্ষেপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া।
- পণ্যের গুনগত মান অতিরিক্ত মাত্রায় খারাপ/রিজেক্ট হলে সেক্ষেত্রে, সমস্যা থেকে উন্নতি না করা পর্যন্ত প্রয়োজনে প্রোডাকশন বন্ধ রাখা এবং সমস্যা সমাধান করে প্রোডাকশন শুরু করা।
- অবশ্যই বাল্ক প্রোডাকশন চলাকালীন বায়িং কিউ.সি/বায়ার নমিনেটেড ফ্যাক্টরি কিউ.এ.ই দ্বারা ইনলাইন সম্পন্ন করা এবং ফাইনাল ইন্সপেকশন অফার করার পূর্বেই প্রি-ফাইনাল ইন্সপেকশন পাশের বিষয়টি নিশ্চিৎ করা।
- অবশ্যই তার সকল প্রকার রিপোর্ট অফিসিয়াল ফরমেটে বজায় রাখা এবং অবিলম্বে ও বিষয় ভিত্তিক উন্নয়ন সাধনের জন্য ঊর্ধতন কতৃপক্ষকে দেখানো এবং ঊর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
- অবশ্যই আন্তর্জাতিক এবং জাতীয় শ্রম আইন, বিধি-প্রবিধান এবং ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর ও নিয়মাবলীর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
- অধিনস্থ কিউ.এ/কিউ.সি/ইন্সপেকটরসহ সকল কোয়ালিটি স্টাফদের কোয়ালিটি সম্পর্কে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া এবং সঠিকভাবে তাদেরকে পরিচালনা করা।
2 Comments
খুব ভালো
ReplyDeleteGood job
ReplyDelete