Ticker

20/recent/ticker-posts

Job Responsibility of QC Incharge - কিউ.সি ইনচার্জ এর দায়িত্ব ও কর্তব্য | ©AllaboutQMS


কিউ.সি ইনচার্জ এর দায়িত্ব ও কর্তব্যঃ
  1. কিউ.সি ইনচার্জ এর দায়িত্ব হল- সাইজ সেট থেকে শুরু করে পি.পি মিটিং এবং প্রোডাকশন যেন সঠিক সময়ে সঠিক ভাবে হয়, সে জন্য অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা
  2. সকল স্টাইল এর দায়িত্ব পাইলট টেস্ট রান যেন বিফল না হয়ে সঠিক ভাবে সম্পন্ন হয়, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা
  3. অবশ্যই সেকশন অনুযায়ী বাল্ক প্রোডাকশন শুরু হওয়ার আগে অনুমোদন প্রদান করা
  4. তার দলের সদস্যদের (এফ.কিউ.সি এবং ইন্সপেক্টর) অবশ্যই নির্দিষ্ট লাইন বা মেশিনের গার্মেন্টসের গুনগত মান সঠিক রাখার জন্য করার জন্য প্রেরণ করা এবং পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা
  5. অবশ্যই তার দলের সদস্যদের নির্দিষ্ট স্টাইলের বা নির্দিষ্ট সেকশনে কিভাবে গার্মেন্টসের সঠিক কোয়ালিটি অর্জন করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া
  6. উৎপাদন প্রক্রিয়া চলমান অবস্থায় কিউ.এ ইনচার্জ অবশ্যই নিম্নে বর্ণিত বিষয়গুলো বজায় রাখা
    • সর্বমোট উৎপাদনের পরিমান।
    • সঠিক কোয়ালিটি নিয়ে উৎপাদিত গার্মেন্টস।
    • Rectify & Repair করার পর OK হওয়া গার্মেন্টস।
    • Damage হওয়া Goods এর পরিমান, কারন ও সেকশন অনুযায়ী হিসাব রাখা
  7. প্রতিদিনের সকল প্রকার কোয়ালিটি রিপোর্ট সংগ্রহ করা এবং সংগৃহিত রিপোর্ট সমূহ বিশ্লেষণ পূর্বক উন্নতির জন্য অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া।
  8. এই সিদ্ধান্ত অবশ্যই প্রোডাকশন এবং কোয়ালিটির জন্য সঠিক এবং প্রতিরক্ষামূলক হওয়া আবশ্যক।
  9. প্রোডাকশন ম্যানেজারকে সাথে নিয়ে অবশ্যই প্রোডাকশন অপারেটর, সুপারভাইজার, ইনচার্জ এবং কোয়ালিটি টিমের সদস্যসহ অন্যান্যদের পন্যের গুনগত মানের সমস্যা ও সেটা থেকে উত্তরনের উপায়/পদক্ষেপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া
  10. পণ্যের গুনগত মান অতিরিক্ত মাত্রায় খারাপ/রিজেক্ট হলে সেক্ষেত্রে, সমস্যা থেকে উন্নতি না করা পর্যন্ত প্রয়োজনে প্রোডাকশন বন্ধ রাখা এবং সমস্যা সমাধান করে প্রোডাকশন শুরু করা।
  11. অবশ্যই বাল্ক প্রোডাকশন চলাকালীন বায়িং কিউ.সি/বায়ার নমিনেটেড ফ্যাক্টরি কিউ.এ.ই দ্বারা ইনলাইন সম্পন্ন করা এবং ফাইনাল ইন্সপেকশন অফার করার পূর্বেই প্রি-ফাইনাল ইন্সপেকশন পাশের বিষয়টি নিশ্চিৎ করা।
  12. অবশ্যই তার সকল প্রকার রিপোর্ট অফিসিয়াল ফরমেটে বজায় রাখা এবং অবিলম্বে ও বিষয় ভিত্তিক উন্নয়ন সাধনের জন্য ঊর্ধতন কতৃপক্ষকে দেখানো এবং ঊর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
  13.  অবশ্যই আন্তর্জাতিক এবং জাতীয় শ্রম আইন, বিধি-প্রবিধান এবং ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর ও নিয়মাবলীর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
  14. অধিনস্থ কিউ.এ/কিউ.সি/ইন্সপেকটরসহ সকল কোয়ালিটি স্টাফদের কোয়ালিটি সম্পর্কে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া এবং সঠিকভাবে তাদেরকে পরিচালনা করা।



Post a Comment

2 Comments