Ticker

20/recent/ticker-posts

বাটন পুল টেস্ট - Button Pull Test (SOP)

উদ্দেশ্য ও সুবিধাঃ
গার্মেন্টস-এ অতিরিক্ত এটাচমেন্ট যেমনঃ বাটন, আইলেট, রিভার্ট, স্ন্যাপ ও শ্যাঙ্ক বাটন ইত্যাদি সংযুক্তি করার ক্ষেত্রে পুল টেস্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই টেস্ট এটাচমেন্ট-এর নিরাপত্তার মাপকাঠি, টেস্ট করার জন্য নির্দিষ্ট মাপকাঠি নির্ধারন করা হয়ে থাকে অন্যথায় ইহা চিলড্রেন সেফটি বা মানবদেহের জন্য ক্ষতির কারন হতে পারে। তাই  ফ্যাক্টরির সকল জায়গায় ইহার উৎপাদিত তৈরি গার্মেন্টস-এর অতিরিক্ত নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সকল প্রকার ঝুকিপূর্ন এটাচমেন্ট সংযুক্তির পূর্বে পুল টেস্ট করণ বাধ্যতামূলক করেছে এবং এই জন্য নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে। যাতে করে “পন্য সামগ্রীর নিরাপত্তা” প্রোডাক্ট সেফটি নিশ্চিত হয়।

দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ সুপারভাইজার, ইনচার্জ, কিউ.সি, কোয়ালিটি ইনচার্জ, এ.পি.এম এবং পি.এম।

কার্যপ্রনালীঃ

  1. সংশ্লিষ্ট সেকশন থেকে গার্মেন্টস/মোক-আপ রিসিভ করা।
  2. গার্মেন্টস/মোক-আপ বায়ার-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ৯০নিউটন-এ ১০ সেকেন্ড রেখে পুল টেস্ট করতে হবে।
  3. গার্মেন্টস/মোক-আপ পুল টেস্ট ফেইল করলে মোক-আপ এ সময়, তারিখ ও মেশিন নম্বর লিখে সাইন করে “রিজেক্ট বক্স” এ রাখতে হবে এবং ঠিক মত মেশিন এডজাস্ট করতে হবে।
  4. গার্মেন্টস/মোক-আপ পুল টেস্ট পাস করলে গার্মেন্টস/মোক-আপ এ বায়ার স্টাইল, পি.ও নম্বর, কালার, সময়, তারিখ ও মেশিন নম্বর লিখে সাইন করে আলাদা করে “পুল টেস্ট পাস বক্সে” এ রাখতে হবে এবং রিপোর্ট সংরক্ষণ করে বাল্ক প্রোডাকশন শুরু করতে হবে।

Post a Comment

1 Comments

  1. সোয়েটারে GQP এর রেস্পন্সিবিলিটি কি?

    ReplyDelete