কিউ সি (আয়রন)-এর দায়িত্ব ও কর্তব্যঃ
- সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হবে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
- সর্বশেষ কমেন্টস সহ স্যাম্পল ফাইল এবং এপ্রোভাল ম্যাজারমেন্ট শীট কোয়ালিটি ইনচার্জ-এর নিকট থেকে ভাল ভাবে বুঝে নেওয়া।
- সাইজ সেট-এর বোর্ড কাটার পর ম্যাজারমেন্ট শীট- এর সাথে চেক করা ও সাইজ সেট আয়রন শুরু করার আগে Raw ম্যাজারমেন্ট সহ আয়রন করার পর স্রিঙ্ক্যাজ রিপোর্ট তৈরি করা।
- যে কোন ধরনের ম্যাজারমেন্ট/সাইজ মিসটেক গার্মেন্টস সংশ্লিষ্ট সেকশন-এ দেওয়া এবং রিপোর্ট করা।
- সাইজ সেট আয়রন করার পরে ম্যাজারমেন্ট করে রিপোর্ট করা, যদি কোন সমস্যা পাওয়া যায় তাহলে রিপোর্টে তা উল্লেখ করে কোয়ালিটি ইনচার্জ-কে অবহিত করা।
- যে কোন স্টাইলের বাল্ক প্রোডাকশন শুরু করার আগে প্রোডাকশন -এর আয়রন বোর্ড চেক করা।
- রানিং স্টাইল-এর বায়িং কিউ.সি-র ও অন্যান্য কমেন্টস গুলো সুপারভাইজার, ম্যাজারমেন্ট কিউ সি এবং অপারেটরদেরকে ভাল ভাবে বুঝিয়ে দেওয়া।
- আয়রন এর প্রোডাকশন শুরু হওয়ার পর প্রতিটি আয়রন এর টেফলন-সু ব্যবহার করে কিনা লক্ষ্য রাখা এবং রেনডম গার্মেন্টস ম্যাজারমেন্ট করা।
- ম্যাজারমেন্ট কিউ.সি-দের চেক করা গার্মেন্টস ইনলাইন করে রিপোর্ট করা এবং পাস হলে পরবর্তী সেকশনে গার্মেন্টস ডেলিভারি দেওয়া।
- ম্যাজারমেন্ট কিউ.সি-দের ১০০% চেক রিপোর্ট এর সামারী রিপোর্ট তৈরি করা।
0 Comments