কিউ সি
(নিটিং/জ্যাকার্ড)-এর
দায়িত্ব ও কর্তব্যঃ
- সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হয়ে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
- প্রতিটি প্রক্রিয়া যথাযথ পর্যবেক্ষণ করা।
- প্রতিটি প্যানেল-এর সঠিক মাপ নিশ্চিত করা।
- প্রতিটি স্টাইলের ফাইল এবং নিটিং চার্ট বুঝে নিয়ে সেই অনুযায়ী সাইজ সেট তৈরি করে তার গুনগতমান চেক করা ও রিপোর্ট করে কোয়ালিটি ইনচার্জ এবং টেকনিক্যাল ম্যানেজার এর নিকট থেকে অনুমোদন নেওয়া।
- ঐ ফাইল, চার্ট এবং অনুমোদিত সাইজ সেট অনুযায়ী প্রতিটি স্টাইলের জন্য পাইলট রান প্রসিডিউর অনুযায়ী পাইলট রান করানো এবং এই পাইলট রান করার সময় প্রতিটি মেশিনের গার্মেন্টস এর গুনগতমান চেক করা এবং সমস্যা হলে সাথে সাথে ঠিক করানো, পাশাপাশি রিপোর্ট ফরমেট-এ সুপারভাইজারদের নিকট থেকে সাইন নিয়ে কোয়ালিটি ইনচার্জ এর কাছে রিপোর্ট করা।
- পাইলট রান সম্পন্ন হওয়ার পর এফকিউসি অপারেটর, সুপারভাইজার এবং ইনচার্জ এর মাধ্যমে প্রতিটি মেশিন পরিস্কার করে চার্ট অনুযায়ী প্রতিটি মেশিনের টেনশন ঠিক করে প্রতিটি মেশিন থেকে নিটিং প্যানেল চেক করা, প্রতিটি মেশিনের রিপোর্ট করা এবং সব সময় লাইনে মেশিন করে রিপোর্ট করা।
- মেশিন এডজাস্ট সঠিক হওয়ার পর প্রোডাকশন শুরু করা। প্রতি স্টাইলের টেকনিক্যাল শীট, হ্যাংগিং মেজারমেন্ট শীট তৈরি করা এবং কোয়ালিটি ইনচার্জ ও টেকনিক্যাল ম্যানেজার-এর নিকট থেকে এপ্রোভাল নিয়ে কাজ শুরু করা।
- প্রতিটি প্যানেল, টেকনিক্যাল শীট, চার্ট এবং ইস্যু কার্ড অনুযায়ী ইন্সপেক্টর দ্বারা চেক করানো এবং তাদের দ্বারা রিপোর্ট মেইন্টেইন করা।
- ইন্সপেক্টর-দের চেক করা গার্মেন্টস কিউ.সি-দের
ইনলাইন করা, যতক্ষন পর্যন্ত গার্মেন্টস এর গুনগতমান ঠিক না হবে ততক্ষন পর্যন্ত গার্মেন্টস লিঙ্কিং-এ ডেলিভারী দেয়া যাবে না।
- নিটিং ইন্সপেক্টর-দের ডিফেক্ট রিপোর্ট গুলো হিসেব করে তার শতকরা হার বের করে সামারী রিপোর্ট প্রদান তৈরি করা।
0 Comments