Ticker

20/recent/ticker-posts

কিউ সি (সুইং ও এডিশনাল)-এর দায়িত্ব ও কর্তব্য


কিউ সি (সুইং ও এডিশনাল)-এর দায়িত্ব ও কর্তব্যঃ
  1. সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হয়ে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
  2. সর্বশেষ কমেন্টস সহ স্যাম্পল ফাইল কোয়ালিটি ইনচার্জ এর নিকট থেকে ভাল ভাবে বুঝে নেওয়া।
  3. এপ্রোভ ট্রিমস কার্ড নিয়ে কাজ শুরু করা
  4. সম্পূর্ণ সাইজ সেট এটাচমেন্ট সুইং/এটাচ করে সাইজ সেট এপ্রোভাল নিয়ে নিয়ে বাল্ক প্রোডাকশন শুরু করা।
  5. বাল্ক প্রোডাকশন শুরু করার সময় সুপারভাইজার, ইন্সপেক্টর এবং অপারেটর-দের কাজ সুন্দর করে বুঝিয়ে দেওয়া এবং মেশিন ভালভাবে পরিস্কার ও এডজাস্ট করে কাজ শুরু করা।
  6. এডিশনাল এটাচমেন্ট এরিয়ায়- মেশিন এবং ইন্সপেক্টর-দের সামনে এপ্রোভড মোক-আপ ঝুলিয়ে রাখা।
  7. বাটন/হোল করার সময় পুল টেস্ট প্রসিডিউর অনুযায়ী টেস্ট করে রিপোর্ট করা।
  8. বাল্ক প্রোডাকশন শুরু হওয়ার পর রেনডমলি গার্মেন্টস নিয়ে চেক করা ও রিপোর্ট করা।
  9. ইন্সপেক্টর-দের চেক করা গার্মেন্টস ইনলাইন করা পাস হলে পরবর্তি সেকশনে ডেলিভারি দেওয়া।

Post a Comment

0 Comments