কিউ সি (প্যাকিং)-এর দায়িত্ব ও
কর্তব্যঃ
- সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হবে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
- বায়ার এর রিকোয়ারমেন্ট অনুযায়ী ১ পিছ গার্মেন্টস এপ্রোভড ট্রিম কার্ড দেখে সকল এক্সেসোরিজ এটাচ করে ফোল্ডিং এপ্রোভাল নেওয়া।
- এপ্রোভড স্যাম্পল অনুযায়ী সেকশন সুপারভাইজার, অপারেটরদের কাজ সঠিক ভাবে বুঝিয়ে দেওয়া।
- প্যাকিং এরিয়া-র আশেপাশে এবং ভিতরে পরিস্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা সব সময় চেক দেওয়া।
- মেটাল ডিটেকশন ঠিক মত করা হচ্ছে কিনা, পি.ও অনুযায়ী প্রোডাকশন রিপোর্ট করা হচ্ছে কিনা তা চেক করা।
- মেটাল ডিটেকশন রিপোর্ট সঠিক ভাবে করে কিনা এবং আলাদা ফাইলে সকল ডকুমেন্টস আছে কিনা তা চেক করা।
- লৌহজাত কোন দ্রব্য/যন্ত্র/অর্নামেন্ট নিয়ে প্যাকিং এরিয়া-র ভিতরে কাজ করে কিনা তা চেক দেওয়া।
- প্যাকিং এরিয়া-তে প্যাকিং এক্সেসোরিজ এটাচ করার পর রেনডমলি চেক করে রিপোর্ট করা।
- ফোল্ডিং এবং পলি করার পর গার্মেন্টস রেনডমলি চেক করতে হবে । কোন ধরণের ইন্সেক্ট/পোকা, মিসটেক, ডাস্ট/ময়লা আছে কিনা এবং ফোল্ডিং ঠিক আছে কিনা চেক করা।
- প্যাকিং করা গার্মেন্টস প্রতিদিন কমপক্ষে ৫% থেকে ১০% কার্টুন খুলে রেশিও এবং প্যাকেজিং চেক করে রিপোর্ট করা।
0 Comments