Ticker

20/recent/ticker-posts

কিউ সি (লিঙ্কিং)-এর দায়িত্ব ও কর্তব্য


কিউ সি (লিঙ্কিং)-এর দায়িত্ব ও কর্তব্যঃ
  1. সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হয়ে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
  2. সর্বশেষ কমেন্টস সহ স্টাইলের ফাইল কোয়ালিটি ইনচার্জ-এর কাছ থেকে ভাল করে বুঝে নেওয়া এবং নিটিং থেকে সাইজ সেট নিটিং প্যানেল বুঝে চেক করে করে এপ্রোভড স্যাম্পল এর সাথে মিলিয়ে লিঙ্কিং শুরু করা এবং ম্যাজারমেন্ট লিখে রাখা।
  3. সাইজ সেট কম্পিলিট করে টেকনিক্যাল ম্যানেজার/কোয়ালিটি ইনচার্জ এর কাছ থেকে এপ্রোভাল নিয়ে কাজ শুরু করা।
  4. লিঙ্কিং ইনচার্জ এবং সুপারভাইজারকে সাথে নিয়ে লিঙ্কিং টেকনিক্যাল শীট প্রস্তুত করা।
  5. যে কোন স্টাইল এর ট্রায়াল/প্রাথমিক, পাইলট রান, বাল্ক প্রোডাকশন শুরু করার পূর্বে টেকনিক্যাল শীট, ক্রিটিক্যাল পয়েন্ট সহ অন্যান্য কোয়ালিটির বিষয় নিয়ে লিঙ্কিং অপারেটর, ইন্সপেকটর এবং সুপারভাইজারদের সাথে কথা বলে কাজ বুঝিয়ে দেওয়া।
  6. অপারেটররা কাজ শুরু করা পূর্বে মেশিন ভালভাবে পরিস্কার করে, সিজার-কাটার বেঁধে কাজ শুরু করছে কিনা লক্ষ্য রাখা।
  7. প্রতি মেশিনের টেনশন, লিঙ্কিং ইয়ার্ণ চেক করে রিপোর্ট করা।
  8. লিঙ্কিং অপারেটরদের টেকনিক্যাল শীট বুঝিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী কাজ করানো। প্রতিটি বান্ডিল হতে কমপক্ষে ১ পিছ করে গার্মেন্টস এর কোয়ালিটি চেক করা ও রিপোর্ট করা।
  9. লিঙ্কিং ইন্সপেক্টর দ্বারা চেক পাস করা গার্মেন্টস আওয়ারলি AQL অডিট করে রিপোর্ট করা। গার্মেন্টস ওকে না হওয়া পর্যন্ত পরবর্তি সেকশন-এ ডেলিভারি না দেওয়া।
  10. লিঙ্কিং ইন্সপেকটরদের ১০০% চেক রিপোর্ট এর সামারী তৈরি করা ও সুপারভাইজার ওয়াইজ “ডিফেক্ট রেশিও” তৈরি করা।
  11. লিঙ্কিং অপারেটরদের বাক্সে একাধিক কালার, সাইজ, স্টাইল এর বান্ডেল আছে কিনা তা লক্ষ্য রাখা।


Post a Comment

0 Comments