Ticker

20/recent/ticker-posts

Job Responsibility of QC Yarn Store - কিউ সি (ইয়ার্ণ)-এর দায়িত্ব ও কর্তব্য | ©AllaboutQMS


কিউ সি (ইয়ার্ণ)-এর দায়িত্ব ও কর্তব্যঃ
  1. সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হবে আই ডি কার্ড পাঞ্চ এবং সব সময় তা পরিধান করা।
  2. উইন্ডিং সেকশন- পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে লক্ষ্য রাখা।
  3. ইয়ার্ণ ফ্যাক্টরিতে ইন-হাউজ হওয়ার সাথে সাথে  স্ব-স্ব বায়ার এবং স্টাইল এর এপ্রোভ সোয়াচ মার্চেন্ডাইজার অথবা ইয়ার্ণ কন্ট্রোলার-এর কাছ থেকে এপ্রোভাল নেওয়া।
  4. প্রতিটা স্টাইল, কালার এবং লট- এর কোণ বা হ্যাংস নিয়ে কোয়ালিটি চেক নির্দেশনা অনুযায়ী উইন্ডিং করে নিটিং সোয়াচ তৈরি করে ওয়াশ ও আয়রন করে কোয়ালিটি এপ্রোভড সোয়াচ-এর সাথে মিলিয়ে চেক করা ও রিপোর্ট করা।
  5. লট মিক্স/ইয়ার্ণ থিক এন্ড থিন/ভুল লট নম্বর/লট নম্বর মিসিং/আনইভেন ডাইং এই পয়েন্টগুলো চেক করা ও রিপোর্ট করা।
  6. প্রতিটা বায়ার-এর রিপোর্ট আলাদা আলাদা ফাইলে সংরক্ষণ করা।
  7. স্টাইল এবং কালার অনুযায়ী নাইলন এবং স্পেনডেক্স কোয়ালিটি চেক করে রিপোর্ট করা।


Post a Comment

0 Comments