Ticker

20/recent/ticker-posts

কিউ সি (ট্রিমিং)-এর দায়িত্ব ও কর্তব্য


কিউ সি (ট্রিমিং)-এর দায়িত্ব ও কর্তব্যঃ
  1. সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হবে আই ডি কার্ড পাঞ্চ এবং সব সময় তা পরিধান করা।
  2. প্রথমে এপ্রোভড স্যাম্পল ভাল করে চেক করা। প্রতিটি পয়েন্ট কি ভাবে ট্রিমিং করা হয়েছে সেই অনুযায়ী ১ পিছ গার্মেন্টস এপ্রোভড স্যাম্পল এর মত করে ট্রিমিং করা ও কোয়ালিটি ইনচার্জ এর নিকট থেকে এপ্রোভাল নিয়ে নিয়ে কাজ শুরু করা
  3. এপ্রোভড স্যাম্পল এর প্রতিটি ট্রিমিং পয়েন্ট ইনচার্জ, সুপারভাইজার, ইন্সপেক্টর, অপারেটর সহ সবাইকে ভাল করে বুঝিয়ে দেয়া এবং সে অনুযায়ী প্রোডাকশন হচ্ছে কিনা ভাল করে চেক করা।
  4. এক টেবিলে একাধিক স্টাইল/কালার এর গার্মেন্টস না রাখার বিষয়ে লক্ষ্য রাখা।
  5. প্রতিটি ইন্সপেক্টর এর ইন্সপেকশন করা গার্মেন্টস আওয়ারলি অডিট করে রিপোর্ট করা, যতক্ষণ পর্যন্ত পাস না করবে পরবর্তি মেন্ডিং সেকশনে ডেলিভারি না দেওয়া।
  6. সর্বোপরি, ট্রিমিং প্রসেস-এ গুণগত মান সম্পন্ন উৎপাদন প্রক্রিয়া অব্যহত রাখার জন্য কিউ.সি দায়বদ্ধ।


Post a Comment

0 Comments