কিউ সি (ষ্টোর)-এর দায়িত্ব ও
কর্তব্যঃ
- সঠিক সময়ে কর্মক্ষেত্রে হাজির হয়ে আই ডি কার্ড পাঞ্চ করা এবং সব সময় তা পরিধান করা।
- প্রত্যেক বায়ার এবং স্টাইল এর এক্সেসোরিজ ইনভেন্টরি করার পরে ইন্সট্রাকশন শীট-এ দেয়া তথ্যের সাথে মিলিয়ে এক্সেসোরিজ ইন্সপেকশন করা ও এক্সেসোরিজ ইন্সপেকশন প্রসেডিউর অনুযায়ী চেক করে রিপোর্ট করা।
- প্রত্যেক বায়ার এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে সংরক্ষণ করা।
- প্রত্যেক বায়ার এবং স্টাইল-এর ফাইল ও এক্সেসোরিজ এপ্রোভড ট্রিম কার্ড মার্চেন্ডাইজার – এর কাছ থেকে বুঝে নেওয়া।
- এক্সেসোরিজ ইন্সপেকশন-এর পর কোন এক্সেসোরিজ রিজেক্ট/সমস্যা হলে আলাদা করে রেডমার্ক করা/সংরক্ষিত জায়গায় রেখে পার্সেসিং ম্যানেজার/মার্চেন্টাইজারের মাধ্যমে সাপ্লাইয়ারকে ইনফর্ম করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
- এক্সেসোরিজ ইন্সপেকশন করে প্রতিদিন এবং প্রতি মাসের সামারী রিপোর্ট করা।
- ষ্টোর-এ সকল এক্সেসোরিজ বায়ার, স্টাইল ও পি.ও. নম্বর অনুযায়ী বিন কার্ড লাগিয়ে আলাদা ভাবে রাখা।
0 Comments