নীতিমালাঃ
ফ্যাক্টরির সকল জায়গায় ইহার উৎপাদিত গার্মেন্টস-এ সকল প্রকার ভাঙ্গা নিডেল মুক্ত রাখার লক্ষ্যে এই নীতিমালা প্রণয়ন করেছে। প্রত্যেক কর্মী/বিভাগ কঠোরভাবে এ নীতিমালা মেনে চলবে যাতে করে “পন্য সামগ্রীর নিরাপত্তা” প্রোডাক্ট সেফটি নিশ্চিত হয়।
প্রয়োগ ক্ষেত্রঃ
উৎপাদন কাজে সংশ্লিষ্ট জায়গাসমূহ ও সকল প্রকার সুইং মেশিন, নিটিং মেশিন, লিনকিং মেশিন ট্যাগগান এবং ফিনিশিং সেকশনে ব্যবহৃত হ্যান্ড নিডেল (স্যাম্পলরুম সহ)।
আবশ্যকীয় / বাধ্যবাধকতাঃ
প্রত্যেক বিভাগে একটি নিয়ন্ত্রিত এবং নথিভূক্ত নিডেল পরিবর্তন পদ্ধতি থাকতে হবে। কোন ব্যক্তিই অতিরিক্ত (স্পেয়ার) কোন নিডেল রাখতে পারবেন না। নিডেল অবশ্যই একজন নির্দিষ্ট ব্যক্তির নিকট সুরক্ষিত জায়গা/স্থানে রাখতে হবে। একজন নির্দিষ্ট ব্যক্তি “নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার” নিডিল সরবরাহ ও ভাঙ্গা নিডিল সংগ্রহ করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন।
দায়িত্ব ও কর্তব্যঃ
চীপ মেকানিকস, লাইন সুপারভাইজার, নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার এবং প্রোডাকশন ম্যানেজার এই পদ্ধতি সঠিক ভাবে বাস্তবায়ন, অনুসরণ করা হচ্ছে কিনা তার জন্য দায়বদ্ধ। “নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার” নিডেল পরিবর্তনের প্রয়োজনীয় রেকর্ড লিপিবদ্ধ ও সংরক্ষণ করবেন। সুপারভাইজার এবং ফ্লোর ইনচার্জগণ নিডেলের কোন অংশ না পাওয়া গেলে “মেটাল ডিটেকশন প্রসিডিউর” অনুযায়ী দ্রূত ব্যবস্থা গ্রহণ করবেন।
নিডেল/হ্যান্ড নিডেল পরিবর্তন পদ্ধতি এবং ব্যবহারঃ
ফ্যাক্টরির সকল জায়গায় ইহার উৎপাদিত গার্মেন্টস-এ সকল প্রকার ভাঙ্গা নিডেল মুক্ত রাখার লক্ষ্যে এই নীতিমালা প্রণয়ন করেছে। প্রত্যেক কর্মী/বিভাগ কঠোরভাবে এ নীতিমালা মেনে চলবে যাতে করে “পন্য সামগ্রীর নিরাপত্তা” প্রোডাক্ট সেফটি নিশ্চিত হয়।
প্রয়োগ ক্ষেত্রঃ
উৎপাদন কাজে সংশ্লিষ্ট জায়গাসমূহ ও সকল প্রকার সুইং মেশিন, নিটিং মেশিন, লিনকিং মেশিন ট্যাগগান এবং ফিনিশিং সেকশনে ব্যবহৃত হ্যান্ড নিডেল (স্যাম্পলরুম সহ)।
আবশ্যকীয় / বাধ্যবাধকতাঃ
প্রত্যেক বিভাগে একটি নিয়ন্ত্রিত এবং নথিভূক্ত নিডেল পরিবর্তন পদ্ধতি থাকতে হবে। কোন ব্যক্তিই অতিরিক্ত (স্পেয়ার) কোন নিডেল রাখতে পারবেন না। নিডেল অবশ্যই একজন নির্দিষ্ট ব্যক্তির নিকট সুরক্ষিত জায়গা/স্থানে রাখতে হবে। একজন নির্দিষ্ট ব্যক্তি “নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার” নিডিল সরবরাহ ও ভাঙ্গা নিডিল সংগ্রহ করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন।
দায়িত্ব ও কর্তব্যঃ
চীপ মেকানিকস, লাইন সুপারভাইজার, নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার এবং প্রোডাকশন ম্যানেজার এই পদ্ধতি সঠিক ভাবে বাস্তবায়ন, অনুসরণ করা হচ্ছে কিনা তার জন্য দায়বদ্ধ। “নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার” নিডেল পরিবর্তনের প্রয়োজনীয় রেকর্ড লিপিবদ্ধ ও সংরক্ষণ করবেন। সুপারভাইজার এবং ফ্লোর ইনচার্জগণ নিডেলের কোন অংশ না পাওয়া গেলে “মেটাল ডিটেকশন প্রসিডিউর” অনুযায়ী দ্রূত ব্যবস্থা গ্রহণ করবেন।
নিডেল/হ্যান্ড নিডেল পরিবর্তন পদ্ধতি এবং ব্যবহারঃ
- একটি নতুন নিডেল তখনই ইস্যু করা হবে যখন ব্যবহৃত নিডেলটি অথবা ভাঙ্গা নিডিলের সমস্ত অংশ জমা দিবেন।
- ভাঙ্গা নিডেলের সমস্ত অংশ/ ব্যবহৃত নিডেল/ নিডেলের যে সমস্ত অংশ পাওয়া যায় তাহা একটি রেজিস্টারে স্কচটেপ দিয়ে পেষ্টিং করে আটকাতে হবে এবং যাতে তারিখ, অপারেটরের নাম, কার্ড নং, লাইন নং, ভাঙ্গা নিডেলের সাইজ, পরিমান ও ইস্যুকারীর নাম উল্লেখ্য থাকবে।
- নিডেল ভেঙ্গে গেলে অপারেটরগণ সংশ্লিষ্ট লাইনের সুপারভাইজারকে জানাতে হবে, এরপর অপারেটর ও সুপারভাইজার ভাঙ্গা নিডেলের সবগুলি অংশ একত্রিত করে প্রত্যেক লাইনে সরবরাহকৃত নিডেল বক্স সংগ্রহ করে ভাঙ্গা নিডেলের সমস্ত অংশসমূহ “নিডেল বক্স” এ করে “নিডেল ইস্যু এন্ড রিসিভ রুম”এ “নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার” এর নিকট আনবেন।
- “নিডেল ডিস্ট্রিবিউটর/নিডেল কন্ট্রোলার” নিডেল এর সম্পূর্ণ অংশ বুঝে নিয়ে একটি নতুন নিডেল ইস্যু করবেন এবং রেজিস্টারে অপারেটরের নাম, কার্ড নম্বর, লাইন, স্টাইল নম্বরসহ বিস্তারিত তথ্য রেকর্ড করবেন এবং নিডেলের ভাঙ্গা অংশসমূহ রেজিস্টারে স্কচটেপ দিয়ে পেষ্ট করে এভিডেন্স হিসেবে সংরক্ষণ করবে।
- আর যদি ভাঙ্গা নিডেলের সমস্ত অংশ পাওয়া না যায় তবে বিষয়টি তৎক্ষণাৎ ফ্লোর ইনচার্জ এবং প্রোডাকশন ম্যানেজারকে জানাতে হবে এবং ঐ মেশিনে যে কাজ বা কাজের অংশ তৈরী হচ্ছে তাহা আলাদা করে একটি বাক্সে রাখতে হবে।
- বাক্সের গায়ে লেখা থাকবে “ভাঙ্গা নিডেল, স্পর্শ করবেন না”।
- বাক্সের ভিতর রাখা প্রত্যেকটি গার্মেন্টস বা পার্ট আলাদা ভাবে “নিডেল ডিটেক্টর মেশিন” দ্বারা চেক করতে হবে।
- মেশিন এবং চারপাশের ১ মিটার জায়গা খুঁজে দেখতে হবে এবং প্রয়োজনে “হ্যান্ড নিডেল ডিটেক্টর মেশিন” অথবা ম্যাগনেটিক বার ব্যবহার করে নিডেলের অংশ খুঁজে দেখতে হবে। সুপারভাইজার/নিডেল কন্ট্রোলার এই কাজটি করবেন।
- যদি কোন কারন বশতঃ ভাঙ্গা নিডেলের সকল অংশ খুঁজে পাওয়া না যায়, তবে গার্মেন্টস ঝুকির মধ্যে এবং ভাঙ্গা নিডেলের উপর রেকর্ড ফর্মে পরিপূর্ণ রেকর্ড তৈরি করতে হবে। এই ব্যপারে প্রয়োজনীয় রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছে নিশ্চিত হয়ে প্রোডাকশন ম্যানেজার নতুন নিডেল ইস্যুর ব্যাপারে সিদ্ধান্ত দিবেন।
- গার্মেন্টস এর যে সমস্ত অংশ আলাদা করা ছিল সেগুলো ফ্লোরে দেওয়ার পূর্বে অবশ্যই চেক করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এই সমস্ত অংশে ভাঙ্গা নিডেল নাই।
0 Comments