Ticker

20/recent/ticker-posts

ফোর পয়েন্ট সিস্টেম ফেব্রিক্স ইন্সপেকশন - Four Point System Fabrics Inspection | ©AllaboutQMS

ফোর পয়েন্ট সিস্টেম ফেব্রিক্স ইন্সপেকশন - Four Point System Fabrics Inspection:

Garments Industry তে মুলত চার ভাবে Inspection হয়।
১) One Point inspection
২) 2.5 system Inspection
৩) Four point. Inspection
৪) Ten Point inspection.
সাধারনত Fabrics inspection Four point system এ করা হয়। আজ আমরা four point system নিয়ে আলোচনা করব। গার্মেন্টস্ ফ্যাক্টরীতে অনেকেই কাজ করছি এবং এই টার্ম এর সাথে আমরা সবাই ই পরিচিত।
ফেব্রিক্স যখন ফ্যাক্টরীতে in house হয় তখন store এই ফেব্রিকস receive করে এবং packing list দেখে primary inventory রিপোর্ট করে এবং concern merchandiser কে জানায়। তারপর ফ্যাক্টরী টোটাল ফেব্রিকস এর 10% ইন্সপেকসন করে। এই ইন্সপেকশন টা 4 পয়েন্ট সিস্টেমে করা হয়।
প্রতি ১০০ বর্গ গজ কাপড়ে যদি ডিফেক্ট এর পরিমান 20 পয়েন্টের (Denim) সমান বা বেশি হয় সেক্ষেত্রে ইন্সপেকশন Fail হবে। উল্লেক্ষ্য যে এটা কিন্ত 20 পয়েন্ট বলেছি 20% defective fabrics বলি নাই। যখন Inspection Fail করে তখন মর্চেন্ডাইজার decision দেয় যে Fabrics কি করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় merchandiser fabrics mill এর সাথে একটা negotiation এ গিয়ে Fabrics চালিয়ে দেয়। সেক্ষেত্রে supplier কিছু excess ফেব্রিকস দেয়। আসুন এবার জেনে নেই যে কিভাবে 40 পয়ন্ট ধরা হয়।
১) ৩" এর চেয়ে ছোট কোন Alter ধরা পড়লে সেটি One point.
2) ৩" থেকে বড় কিন্তু ৬" থেকে ছোট কোন Alter হলে সেটি ২ পয়েন্ট.
৩) ৬" থেকে বড় কিন্তুু ৯" থেকে ছোট alter এর জন্য ৩ পয়েন্ট।
৪) ৯" এর বড় কোনো Alter হলে সেটির জন্য ৪ পেয়ন্ট ধরে calaulation করতে হবে।
রোল ফেব্রিকস এ অনেক সময় ছিদ্র থাকে। ইন্সপেকশনের সময় যদি এই ছিদ্র ১" বা তার কম পাওয়া যায় সেক্ষেত্রে সেটির জন্য এক পয়েন্ট এবং ছদ্র যদি ১" এর বড় হয় সেক্ষেত্রে সেটির জন্য চার পয়েন্ট ধরে calculation করা হয়। Inspection এর পয়েন্ট জানলাম।
এখন আসুন সুত্রটি শিখে নেই
টোটাল পয়েন্টকে আমরা যতটুকু ফেব্রিকস ইন্সপেকশন করেছি সেটি দিয়ে ভাগ দিব এবং যে ফলাফল আসবে সেটিকে ১০০ দিয়ে গুন করব। এরপর যে ফলাফল আসবে সেটি যদি ২০ এর বেশি হয় ডেনিমের ক্ষেএে তখন ফেব্রিকস ফেইল বলে বিবেচিত হবে। আর টুইলের ক্ষেত্রে ২৪ এর বেশি হয় সেটিও ফেইল। এই ২০ এবং ২৪ হল Standard কিন্তু এটি Factory টু Factory vary করে।

Post a Comment

0 Comments