উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির নিটিং সেকশনের Hourly AQL অডিট কিউ.সি কর্মীবৃন্দ যেন সঠিক ভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কাউন্টার কিউ.সি এবং কোয়ালিটি ইনচার্জ।
কার্যপ্রনালীঃ
ফ্যাক্টরির নিটিং সেকশনের Hourly AQL অডিট কিউ.সি কর্মীবৃন্দ যেন সঠিক ভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কাউন্টার কিউ.সি এবং কোয়ালিটি ইনচার্জ।
কার্যপ্রনালীঃ
- নিটিং প্যানেল ১০০% ইন্সপেকশন হওয়ার পর বায়ার, স্টাইল ও কালারওয়াইজ আলাদা ভাবে রাখতে হবে এবং Hourly AQL অডিট করতে হবে।
- বায়ার এবং স্টাইল ওয়াইজ নিটিং প্যানেলের উপর Hourly AQL অডিট করার জন্য গার্মেন্টস সিলেক্ট করতে হবে স্যাম্পলিং প্ল্যান লেভেল (1)-এ আর ডিফেক্ট গননা করা হবে Level 1.5 অনুযায়ী।
- বায়ার এবং স্টাইল অনুযায়ী কিউ.এ/এফ.কিউ.সি – গার্মেন্টস ইনলাইন করে পাস হওয়ার পর লিঙ্কিং-এ ডেলিভারি দিতে হবে।
- গার্মেন্টস রি-চেক হলে ১০০% রি-চেক করার পর, পুনরায় একই লট অডিট করে পাস হওয়ার পর লিঙ্কিং-এ ডেলিভারি দিতে হবে।
0 Comments