উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির আয়রন সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কার্যপ্রনালীঃ
ফ্যাক্টরির আয়রন সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কার্যপ্রনালীঃ
- সর্বশেষ কমেন্টস সহ স্যাম্পল, ফাইল ও এপ্রোভড ম্যাজারমেন্ট শীট কোয়ালিটি ইনচার্জ এর নিকট থেকে ভাল ভাবে বুঝে নিতে হবে।
- সাইজ সেট-এর বোর্ড কাটার পর ম্যাজারমেন্ট শীট এর সাথে চেক করা ও সাইজ সেট আয়রন শুরু করার আগে Raw ম্যাজারমেন্টসহ আয়রন করার পর স্রিঙ্ক্যাজ রিপোর্ট করতে হবে।
- প্রত্যেক বায়ার এবং প্রতিটা স্টাইল-এর সাইজ সেট বোর্ড এবং সাইজ সেট চেক করা ও কোয়ালিটি ইনচার্জ-এর কাছ থেকে আয়রন বাল্ক প্রোডাকশনের এপ্রোভাল নিয়ে কাজ শুরু করতে হবে।
- সাইজ সেট বোর্ড-এ কিউ.সি ইনচার্জ এর সাইন নিয়ে সেই অনুযায়ী বাল্ক প্রোডাকশন এর সকল বোর্ড-এ কিউ.সি সাইন দিতে হবে।
- এপ্রোভড স্যাম্পল অনুযায়ী অপারেটর, সুপারভাইজার, ম্যাজারমেন্ট কিউ.সি-দের বায়ার রিকোয়ারমেন্ট/হাউ টু ম্যাজার গাইড অনুযায়ী কাজ বুঝিয়ে দিতে হবে।
- এপ্রোভড স্যাম্পল অনুযায়ী বাল্ক প্রোডাকশন হচ্ছে কিনা তা রেনডম চেক করে রিপোর্ট করতে হবে।
- অপারেটর আয়রন বোর্ড সাইজ মিসটেক করে কাজ করে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
- স্টাইল, কালার এবং সাইজ অনুযায়ী আয়রন ও ম্যাজারমেন্ট করতে হবে এবং অপারেটর সাইজ মিক্স করে আয়রন করে কিনা এবং ম্যাজারমেন্ট কিউ.সি সাইজ মিক্স করে ম্যাজারমেন্ট করে কিনা লক্ষ্য রাখতে হবে।
- গার্মেন্টস এবং ইয়ার্ণ এর ধরন অনুযায়ী টেফলন-সু বা কাভার ব্যবহার করছে কিনা চেক করতে হবে।
- এপ্রোভড ম্যাজারমেন্ট শীট দিয়ে সকল ম্যাজারমেন্ট কিউ.সি-দের দিয়ে কাজ করাতে হবে।
- আয়রন টেবিল এবং ম্যাজারমেন্ট টেবিল পরিস্কার করিয়ে কাজ করাতে হবে।
- সেকশনে ব্যবহৃত ম্যাজারমেন্ট টেপ ক্যালিব্রেশন এবং ডেট ঠিক আছে কিনা সর্বদা চেক করতে হবে।
- প্রতিদিন প্রত্যেক স্টাইল এর প্রত্যেক সাইজ এর ৩ পিছ করে প্যাকিং কম্পিলিট গার্মেন্টস নিয়ে ম্যাজারমেন্ট করতে হবে।
- ম্যাজারমেন্ট কিউ.সি-দের দ্বারা চেক করা গার্মেন্টস ইনলাইন করে রিপোর্ট করতে হবে, অডিট পাস হলে পরবর্তি সেকশনে ডেলিভারি দিতে হবে।
- সকল ম্যাজারমেন্ট কিউ.সি সঠিক ভাবে রিপোর্ট করে কিনা তা লক্ষ্য রাখতে হবে এবং ১০০% ম্যাজারমেন্ট রিপোর্ট এর সামারী রিপোর্ট তৈরি করতে হবে।
1 Comments
Very good and informative site
ReplyDelete