Ticker

20/recent/ticker-posts

নিটিং প্যানেল ইন্সপেকশন – Knitting Panel Inspection (SOP)

উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির নিটিং সেকশনের সকল কিউ.আই-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি  নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।

দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কাউন্টার কিউ.সি এবং কোয়ালিটি ইনচার্জ।

কার্যপ্রনালীঃ

  1. কাজ শুরু করার পূর্বে আশপাশের জায়গা ও টেবিল ভালো ভাবে পরিষ্কার করতে হবে এবং সীল, প্যাড, পেন্সিল, চক, ইত্যাদি সুন্দর ভাবে গুছিয়ে রাখতে হবে।
  2. কাজ শুরু করার পূর্বে ম্যাজারমেন্ট টেপ, প্লাস্টিক আয়রন, অনুমোদিত স্যাম্পল ও নিটিং চার্ট ইত্যাদি থাকতে হবে।
  3. প্রথমে ইস্যু কার্ড হাতে নিয়ে স্টাইল, কালার, সাইজ, লট নাম্বার ও বান্ডিলের পার্ট এর সংখ্যা মিলিয়ে দেখতে হবে।
  4. চার্ট অনুযায়ী টেনশন, ম্যাজারমেন্ট, নিডেল, ক্রসেস, হোল মার্ক, ফ্যাশন ঠিক আছে কি না মিলিয়ে দেখতে হবে এবং ব্যাক, ফ্রন্ট, স্লিভ ও নেক ১০০% ঘড়ির চক্র অনুসারে চেক করতে হবে।
  5. প্রত্যেকটি ডিফেক্ট যেমন, সাইড আপ-ডাউন, সাইড কাটা, পার্ট ছোট/বড়, হোল, নিডেল ড্রপ, কালার শেডিং, আন-ইভেন ডাইং ইত্যাদি আছে কিনা চেক করতে হবে এবং ডিফেক্ট দেখার সাথে সাথে সুতা দিয়ে মার্ক করতে হবে ও রিপোর্টে লিখতে হবে, তার পর রেক্টিফাই করার জন্য মেন্ডিং অপারেটর অথবা নিটিং অপারেটর কে বুঝিয়ে দিতে হবে।
  6. কোন পার্ট যদি রিজেক্ট হয়, তাহলে পার্ট গুলো আলাদা করে রিজেক্ট রেজিস্টারে লিখে সুপারভাইজার এর মাধ্যমে অপারেটর কে বুঝিয়ে দিতে হবে।
  7. সকল রেক্টিফাইকৃত পার্ট মেন্ডিং অথবা নিটিং অপারেটরের কাছ থেকে বুঝে নিয়ে তাহা পুনরায় চেক করতে হবে এবং চেক শেষে সকল পার্ট গণনা করে ঠিক থাকলে প্রতিটি লেবেল এর গায়ে স্বাক্ষর/ID No: এবং ইস্যু কার্ড এ ইন্সপেকশন পাস সিল ও স্বাক্ষর দিয়ে তাহা বান্ডিলের সাথে বেধে দিতে হবে।
  8. ইন্সপেকশন পাসকৃত গার্মেন্টস AQL অডিট পাস হলে বান্ডিল গুলো স্টাইল, কালার ও সাইজ অনুযায়ী ডিস্ট্রিবিউশন এর ডেলিভারী এরিয়াতে রাখতে হবে।  এবং সেখান থেকে লিঙ্কিং এ ডেলিভারী দিতে হবে।
  9. দিন শেষে সকল ইন্সপেকশন রিপোর্ট  বায়ার, স্টাইল অনুযায়ী ডিফেক্ট সামারী ও DHU রিপোর্ট করতে হবে।

Post a Comment

0 Comments