ফ্যাক্টরির নিটিং সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কার্যপ্রনালীঃ
- সর্বশেষ কমেন্টস সহ প্রতিটি স্টাইলের ফাইল এবং নিটিং চার্ট বুঝে নিয়ে সেই অনুযায়ী সাইজ সেট তৈরি করে তার গুনগতমান চেক করে সাইজ সেট রিপোর্ট করে কোয়ালিটি ইনচার্জ এবং টেকনিক্যাল ম্যানেজার এর নিকট থেকে অনুমোদন নিতে হবে।
- ঐ ফাইল, চার্ট এবং অনুমোদিত সাইজ সেট অনুযায়ী প্রতিটি স্টাইলের জন্য পাইলট রান প্রসিডিউর অনুযায়ী পাইলট রান করার সময় কিউ.সি প্রতিটি মেশিনের গার্মেন্টস এর গুনগতমান চেক করবে এবং সমস্যা হলে সাথে সাথে ঠিক করাতে হবে।
- পাইলট রান সম্পন্ন হওয়ার পর কিউ.সি অপারেটর, সুপারভাইজার এবং ইনচার্জ এর মাধ্যমে প্রতিটি মেশিন পরিস্কার করে চার্ট অনুযায়ী প্রতিটি মেশিনের টেনশন ঠিক করে প্রতিটি মেশিন থেকে নিটিং প্যানেল চেক করে লাইন কিউ.সি মেশিন চেক রিপোর্ট করতে হবে এবং সুপারভাইজার এর সাইন নিয়ে নিটিং ইনচার্জ, এ.পি.এম/পি.এম কে অবহিত করে কোয়ালিটি ইনচার্জ এর কাছে রিপোর্ট করতে হবে।
- সব সময় লাইনে মেশিন/প্যানেল চেক করে প্রতি মেশিনে দিনে দুইবার ট্র্যাফিক লাইট সিস্টেম শীট-এ রিপোর্ট করতে হবে।
- মেশিন সঠিক ভাবে এডজাস্ট হওয়ার পর প্রোডাকশন শুরু হবে। প্রতি স্টাইলের হ্যাংগিং মেজারমেন্ট এন্ড নিটিং টেকনিক্যাল শীট কিউ.সি-দের বানাতে হবে এবং কোয়ালিটি ইনচার্জ ও টেকনিক্যাল ম্যানেজার-এর নিকট থেকে এপ্রোভাল নিতে হবে।
- প্রতিটি প্যানেল-এর সঠিক ম্যাজারমেন্ট নিশ্চিত করতে হবে।
- প্রতিটি প্যানেল, টেকনিক্যাল শীট, চার্ট এবং ইস্যু কার্ড অনুযায়ী ইন্সপেক্টর দ্বারা চেক করাতে হবে এবং রিপোর্ট করাতে হবে।
- ইন্সপেক্টর-দের চেক করা গার্মেন্টস AQL অডিট করে রিপোর্ট করতে হবে, অডিট পাস হলে প্যানেল/বান্ডেল লিঙ্কিং সেকশন-এ ডেলিভারি দিতে হবে।
- নিটিং ইন্সপেক্টর-দের ডিফেক্ট রিপোর্ট গুলো হিসেব করে তার শতকরা হার বের করে ইন্সপেক্টর ওয়াইজ সামারি এবং প্যানেল ইন্সপেকশন সামারি রিপোর্ট করতে হবে।
0 Comments