Ticker

20/recent/ticker-posts

লিঙ্কিং কিউ.সি – Linking Q.C (SOP)

উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির লিঙ্কিং সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি  নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।

দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।

কার্যপ্রনালীঃ

  1. সর্বশেষ কমেন্টস সহ স্টাইলের ফাইল কোয়ালিটি ইনচার্জ-এর কাছ থেকে বুঝে নিয়ে নিটিং থেকে সাইজ সেট নিটিং প্যানেল বুঝে চেক করে এপ্রোভড স্যাম্পল এর সাথে মিলিয়ে লিঙ্কিং শুরু করে ম্যাজারমেন্ট লিখে রাখতে হবে।
  2. সাইজ সেট কম্পিলিট করে টেকনিক্যাল ম্যানেজার/কোয়ালিটি ইনচার্জ এর কাছ থেকে এপ্রোভাল নিয়ে কাজ শুরু করতে হবে।
  3. লিঙ্কিং ইনচার্জ এবং সুপারভাইজারকে সাথে নিয়ে লিঙ্কিং টেকনিক্যাল শীট প্রস্তুত করতে হবে।
  4. যে কোন স্টাইল এর ট্রায়াল/প্রাথমিক, পাইলট রান, বাল্ক প্রোডাকশন শুরু করার পূর্বে টেকনিক্যাল শীট, ক্রিটিক্যাল পয়েন্ট সহ অন্যান্য কোয়ালিটির বিষয় নিয়ে লিঙ্কিং অপারেটর, ইন্সপেকটর এবং সুপারভাইজারদের সাথে কথা বলে কাজ বুঝিয়ে দিতে হবে।
  5. অপারেটররা কাজ শুরু করা পূর্বে মেশিন ভালভাবে পরিস্কার করে, সিজার-কাটার বেঁধে কাজ শুরু করছে কিনা লক্ষ্য রাখতে হবে।
  6. প্রতি মেশিনের টেনশন, লিঙ্কিং ইয়ার্ণ চেক করে লাইন কিউ.সি মেশিন চেক রিপোর্ট করতে হবে।
  7. লিঙ্কিং অপারেটরদের টেকনিক্যাল শীট বুঝিয়ে দিয়ে সেই অনুযায়ী কাজ করার বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং প্রতি মেশিনে দিনে দুইবার ট্র্যাফিক লাইট সিস্টেম শীট-এ রিপোর্ট করতে হবে।
  8. প্রতিটি বান্ডিল হতে কমপক্ষে ১ পিছ করে গার্মেন্টস এর কোয়ালিটি চেক করে রিপোর্ট করতে হবে।
  9. লিঙ্কিং ইন্সপেক্টর দ্বারা চেক করা গার্মেন্টস AQL অডিট করে রিপোর্ট করতে হবে, অডিট পাস করলে গার্মেন্টস পরবর্তি সেকশনে ডেলিভারি দেওয়া।
  10. লিঙ্কিং ইন্সপেক্টর-দের ইন্সপেকশন রিপোর্ট গুলো হিসেব করে তার শতকরা হার বের করে ইন্সপেক্টর ওয়াইজ সামারি এবং প্যানেল ইন্সপেকশন সামারি রিপোর্ট করতে হবে।
  11. লিঙ্কিং অপারেটরদের বাক্সে একাধিক কালার, সাইজ, স্টাইল এর বান্ডেল আছে কিনা তা লক্ষ্য রাখা।

Post a Comment

0 Comments