উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির মেন্ডিং সেকশনের সকল কিউ.আই-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ সুপারভাইজার, কিউ.সি, এ.পি.এম/কিউ.সি ইনচার্জ এবং পি.এম।
কার্যপ্রনালীঃ
- কাজ শুরু করার পূর্বে আশপাশের জায়গা ও টেবিল ভালো ভাবে পরিষ্কার করতে হবে এবং কাঁটার, নিডেল বেধে রাখতে হবে। কাজ শুরু করার সময় অবশ্যই অনুমোদিত স্যাম্পল দেখে কাজ শুরু করতে হবে।
- প্রতিটি গার্মেন্টস অবশ্যই নেক থেকে ঘড়ির চক্র অনুসারে চেক শুরু করতে হবে। যেমন, নেক/হুড, সোল্ডার, আর্মহোল, কাফ/বটম রিব জয়েন্ট, পাইপিং/প্লাকেট, পকেট, প্রতিটি সিম লাইন ভালো ভাবে টেনে চেক করতে হবে।
- প্রত্যেক ডিফেক্ট দেখার সাথে সাথে সুতা দিয়ে মার্ক করতে হবে ও রিপোর্টে লিখতে হবে, তার পর রেক্টিফাই করার জন্য মেন্ডিং অপারেটর অথবা মেন্ডিং সুপারভাইজার কে বুঝিয়ে দিতে হবে।
- সকল রেক্টিফাইকৃত পিছ মেন্ডিং অপারেটরের কাছ থেকে বুঝে নিয়ে তার পর পুনরায় চেক করতে হবে এবং চেক শেষে সকল পিছ গণনা করে ঠিক থাকলে ইস্যু কার্ড অথবা লেবেল এর পিছনে ইন্সপেকশন পাস স্বাক্ষর/ID No. দিতে হবে।
- ইন্সপেকশন পাস করার পর গার্মেন্টস/বান্ডিল গুলো ডিস্ট্রিবিউশন কাউন্টারে অথবা নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে এবং ইন্সপেকশন পাসকৃত গার্মেন্টস AQL অডিট পাস হলে স্টাইল ও কালার অনুযায়ী গার্মেন্টস গুলি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। সেখান থেকে ওয়াশিং সেকশনে ডেলিভারী দিতে হবে।
- দিন শেষে সকল ইন্সপেকশন রিপোর্ট বায়ার, স্টাইল অনুযায়ী ডিফেক্ট সামারী ও DHU রিপোর্ট করতে হবে।
0 Comments