Ticker

20/recent/ticker-posts

প্যাকিং কিউ.সি – Packing Q.C (SOP)

উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির প্যাকিং সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি  নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।

দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।

কার্যপ্রনালীঃ

  1. বায়ার এর রিকোয়ারমেন্ট অনুযায়ী ১ পিছ গার্মেন্টস এপ্রোভড ট্রিম কার্ড দেখে সকল এক্সেসোরিজ এটাচ করে কোয়ালিটি ইনচার্জ/কোয়ালিটি এক্সিকিউটিভ এর কাছ থেকে ফোল্ডিং/প্যাকিং এপ্রোভাল নিতে হবে।
  2. এপ্রোভড স্যাম্পল অনুযায়ী সেকশন সুপারভাইজার, অপারেটরদের কাজ সঠিক ভাবে বুঝিয়ে দিতে হবে।
  3. প্যাকিং এরিয়া-র আশেপাশে এবং ভিতরে পরিস্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা সব সময় চেক করতে হবে।
  4. মেটাল ডিটেকশন ঠিক মত করা হচ্ছে কিনা, পি.ও অনুযায়ী প্রোডাকশন রিপোর্ট করা হচ্ছে কিনা তা চেক করতে হবে।
  5. মেটাল ডিটেকশন রিপোর্ট সঠিক ভাবে করে কিনা এবং আলাদা ফাইলে সকল ডকুমেন্টস আছে কিনা তা চেক করতে হবে।
  6. লৌহজাত কোন দ্রব্য/যন্ত্র/অর্নামেন্ট নিয়ে প্যাকিং এরিয়া-র ভিতরে কাজ করে কিনা তা চেক দিতে হবে।
  7. প্যাকিং এরিয়া-তে প্যাকিং এক্সেসোরিজ এটাচ করার পর রেনডমলি চেক করতে হবে ।
  8. ফোল্ডিং এবং পলি করার পর গার্মেন্টস রেনডমলি চেক করতে হবে । কোন ধরণের ইন্সেক্ট/পোকা, মিসটেক, ডাস্ট/ময়লা আছে কিনা এবং ফোল্ডিং ঠিক আছে কিনা চেক করতে হবে।
  9. প্যাকিং করা গার্মেন্টস প্রতিদিন কমপক্ষে ৫% থেকে ১০% কার্টুন খুলে রেশিও এবং প্যাকেজিং চেক করে রিপোর্ট করতে হবে।

Post a Comment

0 Comments