Ticker

20/recent/ticker-posts

ফিনিশিং কিউ.সি – ফিনিশিং Q.C (SOP)

উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির ফিনিশিং সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি  নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।

দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।

কার্যপ্রনালীঃ

  1. এপ্রোভড স্যাম্পল-এর সাথে সব ধরণের ট্রিমস/এক্সেসোরিজ ভালভাবে মিলিয়ে চেক করতে হবে।
  2. পি.কিউ.সি থেকে গেট-আপ পর্যন্ত প্রসেস অনুযায়ী সবগুলো পয়েন্ট সুপারভাইজার এবং অপারেটরদের ভাল ভাবে বুঝিয়ে দিতে হবে।
  3. এক টেবিলের উপর একাধিক স্টাইল/কালার/সাইজ এর গার্মেন্টস যেন না থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
  4. ডিফেক্টেড ও ওকে গার্মেন্টস একত্রে না রেখে- ডিফেক্ট গার্মেন্টস বেঞ্চের উপর এবং ওকে গার্মেন্টস টেবিল-এর উপর রাখতে হবে।
  5. প্রত্যেকটি অপারেটরের চেক করা গার্মেন্টস রেনডমলি চেক করে রিপোর্ট করতে হবে।
  6. আওয়ারলি AQL অডিট করে রিপোর্ট করতে হবে এবং পাস করলে পরবর্তি সেকশন-এ ডেলিভারি দিতে হবে।
  7. আয়রন করা গার্মেন্টস গেট-আপ চেক করার সময় রেনডম ম্যাজারমেন্ট চেক করে রিপোর্ট করতে হবে।
  8. স্পেশাল/AQL টেবিল-এ আওয়ারলি AQL অডিট করে পাস হওয়ার পর প্যাকিং সেকশন-এ ডেলিভারি দিতে হবে।

Post a Comment

0 Comments