Ticker

20/recent/ticker-posts

Sharp Tools Control Policy & Procedure for Use - ধারালো ও তীক্ষ্ণ যন্ত্রপাতি নিয়ন্ত্রন নীতিমালা এবং ব্যবহার বিধি

 
নীতিমালাঃ
ফ্যাক্টরির সকল জায়গায় ইহার উৎপাদিত গার্মেন্টস ও ফ্যাক্টরির অভ্যন্তরে অবস্থান করা সকল মানুষের নিরাপত্তা বিধান নিশ্চিত করার লক্ষ্যে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ ব্যবহার যেমনঃ কাঁচি (সিজার), নাইফ, ভোমর, আলপিন, স্টেপলার পিন, কার্টার, ব্লেড ইত্যাদির যত্রতত্র ব্যবহাররোধে এই নীতিমালা প্রণয়ন করেছে।
 
প্রত্যেক কর্মী / বিভাগ কঠোরভাবে এ নীতিমালা মেনে চলবে যাতে করে প্রোডাক্ট সেফটি ও কর্মক্ষেত্রে মানবদেহের সুরক্ষা নিশ্চিত হয়।
 
দায়বদ্ধতাঃ
লাইন সুপারভাইজার, নিডেল কন্ট্রোলার, মেশিন টেকনিশিয়ান, প্রোডাকশন ম্যানেজার, মেইন্টেনেন্স, কমপ্লায়েন্স এবং কোয়ালিটি বিভাগীয় প্রধান, এই পদ্ধতি সঠিক ভাবে বাস্তবায়ন, অনুসরণ করা হচ্ছে কিনা তার জন্য দায়বদ্ধ।
 
ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রপাতি ব্যবহার বিধিঃ
যদি ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে শারীরিক আঘাত সহ বড় ধরনের জখম হতে পারে। এজন্য সকল শ্রমিক এবং কর্মীদের উক্ত যন্ত্রসমূহের ব্যবহার বিধি যেমনঃ- কিভাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে হয়, কোন কোন ক্ষেত্রে নিরাপত্তামূলক সরঞ্জামাদি পরিধান করতে হবে ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যতদূরসম্ভব ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ সর্বদা দেহের সংস্পর্শ থেকে দূরে রেখে কাজ করতে হবে। প্রয়োজনে ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ বেধে রাখতে হবে। যদি কাজের সময় দূর্ঘটনাক্রমে হাত থেকে পরে যায় তাহলে সেটাকে ধরার চেষ্টা থেকে বিরত থাকতে হবে এবং পা কিংবা পায়ের পাতা যাতে দূর্ঘটনাকবলিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি ভেঙ্গে যায় তাহলে সকল ভাঙ্গা অংশ গুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে নতুবা পরবর্তীতে কোন দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং “ব্রোকেন শার্প টুলস” রেজিস্টারে লিপিবদ্ধও করতে হবে।
 
ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহের বহনঃ
  1.  ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ বহনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা উচিত। তা না হলে দূর্ঘটনা ঘটতে পারে। যেমনঃ-
  2. প্রথমত ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ দেহ থেকে একটি নির্দিষ্ট দূরে থাকতে হবে।
  3. কোন অবস্থাতেই ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ পকেটে রাখা যাবে না।
  4. যখন কাজের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা হবে তখন ধারালো এবং তীক্ষ্ণ অংশসমূহ নিচু করে কোন পাত্রে বহন করতে হবে।
  5. যখন ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ একজনের হাত থেকে অন্য জনের হাতে হস্তান্তর করা হবে তখন ধারালো এবং তীক্ষ্ণ অংশসমূহ নিচু করে হাতে দিতে হবে। কোন অবস্থাতেই উর্দ্ধে কিংবা এদিক ওদিক ছুঁড়ে দেওয়া যাবে না।
  6. কাজের শেষে ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখতে হবে।
  7. যখন ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহের কাজ থাকবে না তখন আবরণ দিয়ে ঢেকে নিরাপদ স্থানে রাখতে হবে।
  8. সর্বোপরি, কাজের জন্য সুনির্দিষ্ট স্থান ব্যতিত ফ্লোরে যত্রতত্র ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্রসমূহ ব্যবহার করতে হবে। একটি রেজিস্টার সংরক্ষণ করতে হবে। ধারালো এবং তীক্ষ্ণ যন্ত্র দিয়ে কাজ করার সময় মনযোগী হতে হবে। যখন এক হাত দিয়ে কাজ করা হবে তখন অন্য হাতটি কোথায় জানতে হবে। মনে রাখতে হবে “একটি দূর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের কান্নার কারন”।
এমতাবস্থায় এই নীতিমালা অনুসরণ করা সকল শ্রমিক-কর্মীদের জন্য একান্ত কর্তব্য।

Post a Comment

0 Comments