Ticker

20/recent/ticker-posts

ষ্টোর কিউ.সি/এক্সেসোরিজ ইন্সপেকশন – Store Q.C/Accessories Inspection (SOP)

উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির সকল স্টোর-এর কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি  নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।

দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ স্টোর অফিসার, কিউ.সি, কিউ.এ.ই, পার্সেসিং ম্যানেজার/মার্চেন্ডাইজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।

কর্মপদ্ধতিঃ

  1.  সকল প্রকার এক্সেসোরিজ/ট্রিমস ইন-হাউজ হওয়ার পর অবশ্যই কোয়ারান্টাইন/সংরক্ষিত জায়গায় রাখতে হবে।
  2. এক্সেসোরিজ/ট্রিমস কোয়ান্টিটি ৫০০০ (পাঁচ হাজার) পিছ এর মধ্যে হলে ১০০%, ৫০০১ (পাঁচ হাজার এক) থেকে ১০০০০ (দশ হাজার) পিছ এর মধ্যে হলে ৫০% এবং ১০০০১ (দশ হাজার এক) পিছ এর বেশী হলে ১০% এক্সেসোরিজ/ট্রিমস চালান/প্যাকিং লিস্ট/অর্ডার শীট অনুযায়ী ইনভেন্টরি করতে হবে এবং যদি কোন সমস্যা পাওয়া যায় তবে আলাদা করে কোয়ারান্টাইন/সংরক্ষিত জায়গায় রেখে পার্সেসিং ম্যানেজার/মার্চেন্টাইজারের মাধ্যমে সাপ্লাইয়ারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
  3. ইনভেন্টরি ওকে থাকলে এক্সেসোরিজ/ট্রিমস কোয়ারান্টাইন/সংরক্ষিত জায়গায় র‍্যাক/তাকের মধ্যে “বিন কার্ড” ঝুলিয়ে বায়ার, পি.ও, স্টাইল, কালার, সাইজ ওয়াইজ আলাদা করে রাখতে হবে।
  4. প্রত্যেক বায়ার, পি.ও, স্টাইল, কালার এবং সাইজ ওয়াইজ এক্সেসোরিজ/ট্রিমস AQL-1.5/2.5 অথবা ১০% বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্সপেকশন করতে হবে এবং যদি ফেইল হয় তবে রিজেক্ট এক্সেসোরিজ সংরক্ষিত রেডমার্ক এরিয়াতে আলাদা করে রেখে পার্সেসিং ম্যানেজার/মার্চেন্টাইজারের মাধ্যমে সাপ্লাইয়ারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
  5. সকল এক্সেসোরিজ/ট্রিমস- ফেরাস ও নিকেল মুক্ত হতে হবে এবং যদি কোন সমস্যা পাওয়া যায় তবে আলাদা করে রেখে পার্সেসিং ম্যানেজার/মার্চেন্টাইজারের মাধ্যমে সাপ্লাইয়ারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
  6. বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সেসোরিজ/ট্রিমস ল্যাব-এ COLOR FASTNESS, RUBBING, DURABILITY এবং অন্যান্য পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট সংরক্ষণ করতে হবে। যদি কোন সমস্যা পাওয়া যায় তবে আলাদা করে রেখে পার্সেসিং ম্যানেজার/মার্চেন্টাইজারের মাধ্যমে সাপ্লাইয়ারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
  7. ট্রিমস কার্ড বানিয়ে মার্চেন্ডাইজারের কাছ থেকে এপ্রোভাল নিয়ে ফ্লোরে এক্সেসোরিজ/ট্রিমস ডেলিভারি দিতে হবে।

Post a Comment

0 Comments