উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির সকল স্টোর-এর কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কিউ.সি, ইয়ার্ণ কন্ট্রোলার, কিউ.এ.ই, ইয়ার্ণ ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কর্মপদ্ধতিঃ
ফ্যাক্টরির সকল স্টোর-এর কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কিউ.সি, ইয়ার্ণ কন্ট্রোলার, কিউ.এ.ই, ইয়ার্ণ ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কর্মপদ্ধতিঃ
- ইয়ার্ণ গ্রহন করার পরে অবশ্যই রিসিপশন চেক করতে হবে এবং ইনকামিং ইয়ার্ণ কোয়ারান্টাইন/সংরক্ষিত এরিয়াতে প্লেটের উপর রাখতে হবে।
- ডেলিভারী চালান অনুযায়ী চেক করতে হবে এবং প্যাকিং লিষ্ট অনুযায়ী লটওয়াইজ এবং কালারওয়াইজ ইনভেন্টরি করে কালার ও লট ওয়াইজ বিন কার্ড লাগিয়ে প্লেট এর উপর রাখতে হবে।
- ইনভেন্টরি রিপোর্ট পাওয়ার পর ইন্সপেকশন করতে হবে।
- ইয়ার্ণ ইন্সপেকশন করার পর শেড চেক/কাউন্ট চেক/ময়েশ্চারাইজ চেক/থিক এন্ড থিন চেক করার জন্য সোয়াচ তৈরি করতে হবে।
- শেড ব্যান্ড চেক এর জন্য অবশ্যই লাইট বক্সে বায়ারের লাইট সোর্স ( D65/ TL 83/ TL 84/ UV/ A-Light) ¾ গ্রে স্কেলের কালারওয়াইজ এপ্রোভাল সোয়াচের সাথে মিলিয়ে চেক করতে হবে।
- ইন্সপেকশন ফেল হলে অবশ্যই ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে এবং রিজেক্ট ইয়ার্ণ-গুলি রেডমার্ক করা রিজেক্ট এরিয়াতে (সংরক্ষিত) জায়গায় রাখতে হবে।
- ইন্সপেকশন পাশ হওয়ার পর ইয়ার্ন সোয়াচ এপ্রোভাল হলে উইন্ডিং করার জন্য অনুমতি দিতে হবে।
- উইন্ডিং করার পর প্রত্যেক কোনে- লট পেপার লাগিয়ে অবশ্যই লট/কালারওয়াইজ পৃথকভাবে প্লেটের উপর সংরক্ষণ করে রাখতে হবে। এবং সেখান থেকে নিটিং ডিষ্ট্রিবিউশনে ডেলিভারী দিতে হবে।
0 Comments