উদ্দেশ্য ও সুবিধাঃ
ফ্যাক্টরির ট্রিমিং ও মেন্ডিং সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কার্যপ্রনালীঃ
ট্রিমিং-
মেন্ডিং-
ফ্যাক্টরির ট্রিমিং ও মেন্ডিং সেকশনের সকল কিউ.সি-বৃন্দ যেন নিজের কাজ সঠিক ভাবে করতে পারে সেই লক্ষ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারন করেছে যা ফ্যাক্টরি সমূহের উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত সকল কর্মীর কাজকে সহজ ও গতিশীল করবে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ কোয়ালিটি ইনচার্জ/ম্যানেজার এবং কোয়ালিটি বিভাগের প্রধান।
কার্যপ্রনালীঃ
ট্রিমিং-
- এপ্রোভড স্যাম্পল ভাল করে চেক করে প্রতিটি পয়েন্ট যে ভাবে ট্রিমিং করা হয়েছে সেই অনুযায়ী ১ পিছ গার্মেন্টস ট্রিমিং করে কোয়ালিটি ইনচার্জ এর কাছ থেকে এপ্রোভাল নিয়ে কাজ শুরু করতে হবে।
- এপ্রোভড স্যাম্পল এর প্রতিটি পয়েন্ট ইনচার্জ, সুপারভাইজার, ইন্সপেক্টর, অপারেটর সহ সবাইকে ভাল করে বুঝিয়ে দিতে হবে এবং সে অনুযায়ী প্রোডাকশন হচ্ছে কিনা ভাল করে চেক করতে হবে।
- এক টেবিলে একাধিক স্টাইল/কালার এর গার্মেন্টস না রাখার বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
- প্রত্যেক টেইনার এর চেক করা গার্মেন্টস আওয়ারলি অডিট করে রিপোর্ট করতে হবে এবং অডিট পাস করলে পরবর্তি মেন্ডিং সেকশনে ডেলিভারি দিতে হবে।
মেন্ডিং-
- এপ্রোভড স্যাম্পল ভাল করে চেক করে প্রতিটি পয়েন্ট যে ভাবে হ্যান্ডটাক ও বারটাক করা হয়েছে সেই অনুযায়ী ১ পিছ গার্মেন্টস কম্পিলিট করে কোয়ালিটি ইনচার্জ এর কাছ থেকে এপ্রোভাল নিয়ে কাজ শুরু করতে হবে।
- এপ্রোভড স্যাম্পল এর প্রতিটি পয়েন্ট ইনচার্জ, সুপারভাইজার, ইন্সপেক্টর, অপারেটর সহ সবাইকে ভাল করে বুঝিয়ে দিতে হবে এবং সে অনুযায়ী প্রোডাকশন হচ্ছে কিনা ভাল করে চেক করতে হবে।
- এক টেবিলে একাধিক স্টাইল/কালার এর গার্মেন্টস না রাখার বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
- প্রত্যেক ইন্সপেক্টর এর ইন্সপেকশন করা গার্মেন্টস আওয়ারলি অডিট করে রিপোর্ট করতে হবে এবং অডিট পাস করলে পরবর্তি ওয়াশ সেকশনে ডেলিভারি দিতে হবে।
0 Comments