উদ্দেশ্য ও সুবিধাঃ
এই প্রসিডিউর ফ্যাক্টরির সকল জায়গায় এবং ইহার উৎপাদনের জন্য পরিমাপন কাজে ব্যবহৃত সকল ওয়েট স্কেল-এর সঠিক ব্যবহার ও স্কেল গুলোর সঠিক পরিমাপ করার ক্ষমতা বজায় রাখার লক্ষ্যে প্রণয়ন করেছে। যা আমাদের ফ্যাক্টরির পরিমাপন যন্ত্র ক্যালিব্রেশনের পদ্ধতি ও যথার্থতা বর্ণনা করে।
দায়বদ্ধতাঃ
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন যথাক্রমেঃ সেকশন ইনচার্জ, ইয়ার্ণ কন্ট্রোলার, ডিস্ট্রিবিউটর, কোয়ালিটি ইনচার্জ এবং পি.এম।
পদ্ধতিঃ
ওয়েট সেট হবে 2/5 grams, 10 grams, 100 grams, 1000 grams এবং 2000 grams নিয়ে। এই ক্যালিব্রেশন পদ্ধতি NIST (National Institute of Standards and Technology) দ্বারা অনুদিত যার সঠিকতা 2%
স্কেলের সঠিকতাঃ স্কেল প্রতিটি ওজনের জন্য 2% টলারেন্স সঠিক।
ওয়েট স্কেল ক্যালিব্রেশন প্রক্রিয়াঃ
- ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দ্বারা ওয়েট স্কেল ক্যালিব্রেশন করতে হবে।
- ৬ মাসের মধ্যে ওয়েট স্কেল ক্যালিব্রেশন করতে হবে।
- স্কেল ক্যালিব্রেশন করার জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা হবে 23°C ± 2°C এবং আপেক্ষিক আদ্রতা হবে 40% ±10%.
- স্কেলের ওজন স্তর 0 তে সেট করুন।
- ক্যালিব্রেশন রেকর্ডের জন্য ডকুমেন্ট 2 grams/ 5 grams থেকে শুরু করুন।
- স্কেলের উপর 2 grams বা 5 grams ওজন দিন। এবং স্কেলের রিডিং অনুযায়ী নীচে দেখানো ক্যালিব্রেশন রিডিং বক্সে রেকর্ড করুন।
- উপরে উল্লেখিত ৩ থেকে ৬ নম্বর প্রক্রিয়াগুলো আবার করতে থাকুন 2000 gram পর্যন্ত।
- ক্যালিব্রেশন রেকর্ডে নীচের বিষয় গুলো নথিভুক্ত করতে হবেঃ
- Calibration record number
- Scale Number
- Name of Scale
- MFG Name of the scale
- Scale Location
- Scale Calibration procedure # (this procedure)
- Calibration interval
- Name of Weights
- Weight Identification number
- Next calibration due date
- Temperature
- Humidity
- Accept / Reject decision checkbox
- Employee’s name or signature
- ক্যালিব্রেশন পাস করলে স্কেলের গায়ে ক্যালিব্রেশন স্টিকার লাগাতে হবে এবং সেখানে ক্যালিব্রেশন রেকর্ড উল্লেক্ষ্য করতে হবে।
- ফেইল করার কারণ ও করণীয়ঃ
- যদি কোন রিডিং স্কেল রিকোয়ারমেন্ট পয়েন্ট বা ২% টলারেন্স এর বাহিরে হয় তবে ঐ স্কেল ব্যবহারের অযোগ্য।
- যদি ওয়েট স্কেল এর মার্ক সমূহ অস্পষ্ট/কোন অংশ ক্ষত/ভাঙ্গা/ধারালো থাকে তবে স্কেল ব্যবহারের অযোগ্য।
- ফেইল করা স্কেল-এর ক্যালিব্রেশন রেকর্ড কোয়ালিটি বিভাগীয় প্রধানের নিকট পর্যালোচনার জন্য নিয়ে যেতে হবে এবং উনার সিদ্ধান্ত মত সার্ভিসিং/স্থায়ী বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহন করতে হবে।
- ব্যবহারের অযোগ্য বা ফেল করা ওয়েট স্কেল ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জমা রাখবেন এবং রিটার্ন/সার্ভিসিং/ডিস্ট্রয় করার জন্য স্টোরে জমা দিবেন।
- ফেল করা ওয়েট স্কেল দিয়ে সর্বশেষ পরিমাপ করা উপকরনসমূহ পুনঃরায় সঠিক ক্যালিব্রেটেড স্কেল দ্বারা পরিমাপ করতে হবে।
ক্যালিব্রেশন নির্ণয়ে এই প্রসিডিউর নিম্মলিখিত কারনে জরুরীঃ
- প্রতিটি পরিমাপন স্কেলের কার্যক্ষমতা নির্ধারনে একটি নথিভুক্ত ক্যালিব্রেশন পদ্ধতি থাকা আবশ্যক।
- এই পদ্ধতি ISO 9001 নিবন্ধিকরনের জন্য আবশ্যক।
- এই পদ্ধতি ফ্যাক্টরির সকল পরিমাপন স্কেলের যোগ্যতা ও নির্ভরতার নিশ্চয়তা দেয়।
- পরিমাপন কাজে ব্যবহৃত স্কেল যদি আউট অফ ক্যালিব্রেশন হয় তবে ঠিক না করা পর্যন্ত স্কেলের ভবিষ্যৎ ব্যবহার প্রতিরোধ নিশ্চিত করতে হবে।
0 Comments