Ticker

20/recent/ticker-posts

SAM এবং SMV এর মধ্যে পার্থক্য কি? | ©AllaboutQMS

SAM এবং SMV এর মধ্যে পার্থক্য কি?



সময় সবচেয়ে মূল্যবান সম্পদ।সারা বিশ্ব জুড়ে পোশাক শিল্পের দিকে তাকালে দেখা যায় যে সমস্ত পোশাক প্রস্তুতকারকরা এবং পরামর্শকরা প্রকৃতপক্ষে সময়ের মুল্যকে মুল্যায়ন করেছেন তারাই এর বিপরীতে আর্থিক ভাবে লাভবান হয়েছেন। তাই, তারা এই মূল্যবান সময় বাঁচাতে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। তবে এর পেছনে লুকিয়ে থাকা সত্যটি হল, শ্রমিকদের ন্যায্য দাবিপুরন এবং পাশাপাশি পোশাক শিল্পের লাভ সাধন। এজন্যে সময় এবং এর মুল্য পরিমাপ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোশাক উৎপাদন শিল্পগুলোতে সময়ের বিপরীতে অর্থের পরিমাপের বিভিন্ন কৌশল ব্যবহার করে হচ্ছে। উদাহরণস্বরূপ, স্ট্যান্ডার্ড এলোকেটেড মিনিট বা SAM, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা SMV, স্ট্যান্ডার্ড এলোকেটেড আউয়ার বা SAH ইত্যাদি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, SAM এবং SMV শব্দগুলির ব্যবহার করা হয় খুব বেশি। কিন্তু এই দুটি কনসেপ্টের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য লুকিয়ে আছে। এই পার্থক্যটি বুঝার জন্যে আগে বুঝতে হবে স্ট্যান্ডার্ড এলোকেটেড মিনিট বা SAM কি?

স্ট্যান্ডার্ড এলোকেটেড মিনিট বা SAM বলতে বুঝায়-

একটি নির্দিষ্ট সুয়িং অপারেশন একটি বরাদ্দকৃত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং অবশ্যয় তার গুনগত মান ঠিক রাখা। এই মান পাওয়া যেতে পারে মোশান ব্রেকডাউন (জানতে ক্লিক করো) কিংবা GSD এর মাধ্যমে। তবে হ্যা এতে কোন প্রকার এলাউন্স যোগ করা থাকবে না। অর্থাৎ এটি স্ট্যান্ডার্ড, বাংলাদেশের জন্যে যা আমেরিকার জন্যেও তা।

উদাহরণ স্বরুপ বলা যায়ঃ

একটি টি-শার্টের SAM যদি হয় ৩মিনিট ২৭সেকেন্ড তাহলে এর মানে বোঝাবে এই টি-শার্টটি তৈরিতে একজন অপারেটরের আদর্শ সময় লাগবে ৩মিনিট ২৭ সেকেন্ড।

স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা SMV বুঝায়

অনেকটা SAM এর মত কিন্তু এবার এতে যোগ হবে বান্ডেল এলাউয়েন্স, ফেটিগ এলাউয়েন্স, ট্রান্সপোর্ট এলাউয়েন্স এবং অপারেটর স্কিল ইফিসিয়েন্সি। এগুলো সব যোগ করার পর প্রাপ্ত মানকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা SMV। যার ফলে কাজের পরিবেশ, মেশিনের অবস্থা এবং অপারেটরের দক্ষতার উপড় নির্ভর করে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি এই SMV এর মান একেক রকম হয়।

উদাহরণ স্বরুপঃ

একটি টি-শার্টের SAM যদি হয় ৩মিনিট ২৭সেকেন্ড

অপারেটরের ফেটিগ এলাউয়েন্স ২০% যোগ হবে (৩.২৭*০.২)

অপারেটরের স্কিল যদি হয় ৬০% তবে লস হচ্ছে ৪০% অর্থাৎ আরো ৪০% যোগ হবে (৩.২৭*০.৪)

মেশিন এলাউয়েন্স যদি হয় ১৫% তবে আরো যোগ হবে (৩.২৭*০.১৫)

সবকিছু যোগ করে শেষমেষ দেখা যাচ্ছে SMV দাড়াচ্ছে ৫.৭২৭ মিনিট।

এই SMV এর ব্যাখ্যা থেকেই বুঝা যায় কেন বাংলাদেশের চাইতে উন্নত দেশগুলোতে SMV কম হয় এবং কেন ভালো ভালো অর্ডার চায়না এবং ভিয়েতনামে চলে যাচ্ছে। লিন ম্যানুফেকচারিং কেন দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এটিও SMV এর ব্যাখ্যা হতে বুঝা যায়।

SAM এবং SMV এর মধ্যে এটিই মুল পার্থক্য। তবে পার্থক্য বোঝার চাইতেও যে বিষয়টিতে সব চাইতে বেশি নজর দিতে হবে সেটি হচ্ছে সময়ের সঠিক মুল্যায়ন এবং শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিতকরন। এর পাশাপাশি যাচাই করা, আমাদের দেশে অপারেটর ট্রেনিং এবং স্বাস্থ্যসম্মত কাজের পরিবেশের এর গুরুত্ব কতোটা ।