Ticker

বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দরকার | ©AllaboutQMS


গার্মেন্ট, টেক্সটাইলের বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দাখিল করতে হয়:


বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দাখিল করতে হয় তার সংক্ষিপ্ত বর্ননা নিম্নরুপ:


(১) যথাযথ মূল্যমানের কোর্ট ফি-সহ আবেদন ;

(২) BOI/BSCIC এর রেজিষ্ট্রেশন সনদপত্র ;

(৩) কোম্পানির TIN certificate ;

(৪) হালনাগাদ ট্রেড লাইসেন্স ;

(৫) হালনাগাদ ফায়ার লাইসেন্স ;

(৬) মূসক সনদপত্র ;

(৭) সংশ্লিষ্ট এসোসিয়েশনের সুপারিশ ;

(৮) ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রতিষ্ঠানের মালিকগনের নাম,পদবি, ঠিকানা, স্বাক্ষর, ছবি, নোটারী পাবলিক ও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়ন;

(৯) বয়লার সনদ;

(১০) মেমোরেন্ডাম অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের একটি করে বই;

(১১) মেশিনারি আমদানি ও স্থানীয় ক্রয়ের যাবতীয় দলিলাদির সত্যায়িত ফটোকপি ;

(১২) বন্ডেড প্রতিষ্ঠানের ব্লু প্রিন্ট (এমোনিয়া পেপারে) যা সার্টিফাইড ইঞ্জিনিয়ার কর্তৃক প্রতিস্বাক্ষরিত;

(১৩) কারখানার দলিল, ভাড়ায় হলে ভাড়ার চুক্তিপত্র নোটারী পাবলিক হতে সত্যায়িত ;

(১৪) দেশের ব্যবসায়ীক সকল আইন কানুন মেনে চলার অংগীকারসহ ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা ;

(১৫) কারখানার চারিদিকে নিরাপত্তা বেস্টনি;

(১৬) কারখানার কাচামাল, ও ফিনিশড গুডস ওয়্যারহাউজ আন্তর্জাতিক মানসম্পন্ন, ভিতরে কোন ইউটিলিটি সংযোগ থাকবেনা এবং এর মধ্যে প্রয়োজনীয় আলো বাতাস থাকতে হবে ;

(১৭) গুদামসহ প্রতিষ্ঠানের আয়তন কমপক্ষে ৫০০০ বঃ ফুট হতে হবে ;

(১৮) প্রতিষ্ঠান ভাড়াকরা স্থানে হলে নুন্যতম ৫ বছর ভাড়ার চুক্তিপত্র এবং ইতিপূর্বে এ স্থানে কোন বন্ড প্রতিষ্ঠান ছিল না এমন প্রত্যয়ন ভাড়াদানকারী কর্তৃক দাখিল করতে হবে;

(১৯) প্রতিষ্ঠানের নিজস্ব নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ থাকতে হবে ;

(২০) আমদানিকৃত ও ব্যবহৃত যন্ত্রপাতি হলে ১০ বছর Life span certificate ও মেশিনারি সংগ্রহের দলিলপত্র দাখিল করতে হবে, মেশিনারির নুন্যতম মূল্য ৪০ লাখ হতে হবে;

(২১) প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের হালনাগাদ অডিট থাকতে হবে ;

(২২) বিদেশি পরিচালকদের টি,আই,এন সনদ ও Private investors visa দাখিল করতে হবে ;

(২৩) লিঃ কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মুলধন ১ কোটি, একক মালিকানা ৩০ লক্ষ টাকা হতে হবে ;


Post a Comment

0 Comments