Ticker

20/recent/ticker-posts

WIP Sewing Inspection - সুইং কোয়ালিটি ইন্সপেকশন প্রসেস | ©AllaboutQMS




WIP Sewing Inspection - সুইং কোয়ালিটি ইন্সপেকশন প্রসেস

সুইং প্রসেস চলাকালীন নিম্নে বর্ণিত বিষয়গুলো ভাল ভাবে লক্ষ্য রাখতে হবে-
          1. Style insured with counter sample
          2. SPI insured
          3. Measurements check
          4. Tension check
          5. Thape looking check
          6. Shade check
          7. Any defect
1.Style insured with counter sample:
আমরা লেআউটের সময়ে ডুবলিকেট কাউন্টার স্যাম্পল এর সাথে প্রসেস টু প্রসেস মিলাবো যেমন সোল্ডার জয়েন কি হবে মবিলন টেপ, কটন টেপ, সেল্ফ ফেব্রিক। এতে আমাদের স্টাইল মিসটেক সংখ্যা কমে যাবে।

2.SPI insured:
কথায় আছে গার্মেন্টস প্রাণ হচ্ছে স্টিচ। যদি ইস্টিজ কাউন্টিং ঠিক থাকে তাহলে গার্মেন্টসের লুকিং টা ভাল হয় এবং তার সাথে রিলেটেড টেনশন ভালো থাকে। তাই আমি যখন প্রসেস চেক করব অবশ্যই স্টিচ কাউন্টার ঠিক আছে নাকি সেটা চেক করবে এবং স্টিচের যে পরিমাণ সেটা ঠিক আছে নাকি তার চেক করব ।

3.measurements check :
আমরা যখন একটা প্রসেস চেক করব তখন অবশ্যই মেজারমেন্ট করতে হবে যেভাবে মেজারমেন্ট চেক করবো সেটা হলো গার্মেন্টস সুইং করার আগে কতটুকু আছে আবার সুইং করার পরে কতটুকু আছে এবং সবকিছু যদি এক থাকে তাহলে আমার মেজারমেন্ট ঠিক আছে যদি না থাকে অবশ্যই একজাস্ট করে নিতে হবে সেটা হতে পারে কাটিং এর মাধ্যমে অথবা মেশিনের মাধ্যমে।

4.Tension check :
যে প্রসেস আমি চেক করব প্রসেসের টেনশন লুজ টাইট আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে।

5.Shape looking check.:
প্যাটার্ন সেপ এবং ডুবলিকেট কাউন্টার স্যাম্পল এর সেপের সাথে ঠিক আছে নাকি এবং সেপের লুকিং টা অনেক ভাল দেখাতে হবে।

6.Shade check :
সেড চেক করতে হলে আগে দেখতে হবে যে নাম্বার স্টিকার টা কাটিং দেখে মেরে দেয় সেটা ঠিকমতো ম্যাচ করছে নাকি। কিছু কিছু কাপড়ের মধ্যে রানিং থাকতে পারে সেগুলো লাইন কোয়ালিটি এবং সুইং সুপারভাইজার মিলে কালার ম্যাচিং করে দিতে হবে ।

7.Any defect :
তারপর আমরা দেখব ওই প্রসেস এ কোনো ডিফেক্ট আছে নাকি যেমন ব্রকেন স্টিচ, ওপেন সিম, নিডেল হোল ইত্যাদি।


Post a Comment

0 Comments