বাটন পুল টেষ্ট মেশিন এর অপারেটিং করার ক্ষেত্রে একটি সুনিদিষ্ট নীতিমালা মেনে চলে। প্রতি দিনের নন-কনফারমিং গার্মেন্টস গুলি সুইং এবং ফিনিশিং সেকশনের কোয়ালিটি ইন্সপেক্টরেরা নির্ধারন করার পর উক্ত সেকশনের কোয়ালিটি সুপারভাইজার অথবা কোয়ালিটি এক্সিকিউটিভ তাহা পুনরায় রিভিউ করে নন-কনফারমিং গার্মেন্টস গুলি নির্ধারন করে।
নিম্নে এই নীতিমালার বিবরন দেওয়া হইল :
যে সকল গার্মেন্টস গুলি নন-কনফারমিং হয় তাহা তারিখ, বায়ার, স্টাইল, কালার ও কোয়ানটিটি লিখে উক্ত গার্মেন্টস গুলি নন-কনফারমিং এরিয়ার মধ্যে রাখা হয়।
নিম্নে নিয়মাবলী অনুযায়ী পুল টেষ্ট করা হয়-
১. সর্বপ্রথম মুকাপ তৈরী করা হয় । মুকাপ তৈরি করার সময় বাটুন যে গার্মেন্টসের যে পজিশনে লাগবে ওই জায়গায় যেরকম লেয়ার আছে ঠিক সেরকম লেয়ারের মুকাপ বানাতে হবে। মুকাপের বাটুন ফুলটেস্ট করে তারপর গার্মেন্ট্স এ বার্টন লাগানো হবে।
নন-কনফারমিং এরিয়াটি সর্বদাই তালা বন্ধ থাকে এবং সেই তালার চাবিটি ডিপুটি ম্যানেজার কিউ,সি এন্ড কিউ,এ অথবা ম্যানেজার কিউ,সি এন্ড কিউ,এ এর নিকট জমা থাকে।
২. বার্টনপুল টেস্ট ৯০ নিউট্রন (৯.১৭ কেজি) এ।নিয়ম অনুযায়ী পুল টেষ্ট বার্টন জন্য ১০ সেকেন্ড প্রেসারে রাখা হয়। প্রতি ২ঘন্টা পরপর বার্টন পুল টেষ্ট করা হয় ( বায়ার এর চাহিদা অনুযায়ী) এবং পাস ফেল এর রেকর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে রেকর্ড রাখা হয় ।
৩. এক বৎসর পর্যন্ত নন-কনফারমিং গার্মেন্টস গুলি নন-কনফারমিং এরিয়ার মধ্যে রাখা হয় এবং পরে তাহা স্টক লট হিসাবে বিক্রি করা হয়।
৪. উল্লেখ থাকে যে, নন-কনফারমিং গার্মেন্টস এর মধ্যে যদি কোন ধরনের লেবেল থাকে তবে তাহা বিক্রি করার পূর্বে উক্ত লেবেল গুলি কেটে, খুলে অথবা ব্রেন্ড মুছে দেওয়া লাগে।
৫. আমরা বার্টন পুলটেষ্ট করব এবং পাস ফেলএর রেকর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর রাখব।
১. সর্বপ্রথম মুকাপ তৈরী করা হয় । মুকাপ তৈরি করার সময় বাটুন যে গার্মেন্টসের যে পজিশনে লাগবে ওই জায়গায় যেরকম লেয়ার আছে ঠিক সেরকম লেয়ারের মুকাপ বানাতে হবে। মুকাপের বাটুন ফুলটেস্ট করে তারপর গার্মেন্ট্স এ বার্টন লাগানো হবে।
নন-কনফারমিং এরিয়াটি সর্বদাই তালা বন্ধ থাকে এবং সেই তালার চাবিটি ডিপুটি ম্যানেজার কিউ,সি এন্ড কিউ,এ অথবা ম্যানেজার কিউ,সি এন্ড কিউ,এ এর নিকট জমা থাকে।
২. বার্টনপুল টেস্ট ৯০ নিউট্রন (৯.১৭ কেজি) এ।নিয়ম অনুযায়ী পুল টেষ্ট বার্টন জন্য ১০ সেকেন্ড প্রেসারে রাখা হয়। প্রতি ২ঘন্টা পরপর বার্টন পুল টেষ্ট করা হয় ( বায়ার এর চাহিদা অনুযায়ী) এবং পাস ফেল এর রেকর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে রেকর্ড রাখা হয় ।
৩. এক বৎসর পর্যন্ত নন-কনফারমিং গার্মেন্টস গুলি নন-কনফারমিং এরিয়ার মধ্যে রাখা হয় এবং পরে তাহা স্টক লট হিসাবে বিক্রি করা হয়।
৪. উল্লেখ থাকে যে, নন-কনফারমিং গার্মেন্টস এর মধ্যে যদি কোন ধরনের লেবেল থাকে তবে তাহা বিক্রি করার পূর্বে উক্ত লেবেল গুলি কেটে, খুলে অথবা ব্রেন্ড মুছে দেওয়া লাগে।
৫. আমরা বার্টন পুলটেষ্ট করব এবং পাস ফেলএর রেকর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর রাখব।
0 Comments